IQNA

ইন্দোনেশিয়ার ফাতহুর রহমান মসজিদে অগ্নিসংযোগ

23:49 - March 15, 2018
সংবাদ: 2605269
আন্তর্জাতিক ডেস্ক: অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা ইন্দোনেশিয়ার ইয়োগ্যাকার্টা শহরের অদূরে জাম্বিদান গ্রামের ফাতহুল রহমান মসজিদে আগুন লাগিয়েছে। এরফলে মসজিদের ভিতরে জায়নামাজ এবং কার্পেটসহ অন্যান্য জিনিসে আগুন লাগে।


বার্তা সংস্থা ইকনা: এই মসজিদটি মোহাম্মাদি সংগঠনের অন্তর্গত। মোহাম্মাদি সংগঠন ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম সংগঠন।
মোহাম্মাদি সংগঠনের প্রধান এবং ইন্দোনেশিয়া আস্থাযোগ্য পরিষদের (FKUB)সদস্য সিয়াফি মায়রুফ গতকাল (১৪ই মার্চ) মসজিদটি পরিদর্শন করেছেন।
ইন্দোনেশিয়া আস্থাযোগ্য পরিষদের প্রতিষ্ঠাতা "আব্দেল মাহিমান" মোহাম্মাদি সংগঠনের সদস্যদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন।
আব্দেল বলেন: স্থানীয় নির্বাচন এবং ২০১৯ সালে রাষ্ট্রপতির নির্বচনের প্রাক্কালে এধরণের কাজ ঘটেছে বলে মনে করছি এবং এই ঘটনা পূর্ব পরিকল্পনা মাধ্যমে ঘটেছে বলে ধারণা করছি।
iqna

 

 

 

 

captcha