IQNA

ইরানি জাতির ওপর বিদেশি কোন ইচ্ছা চাপিয়ে দেয়া সম্ভব না

22:08 - March 16, 2018
সংবাদ: 2605277
বার্তা সংস্থা ইকনা: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, বিশ্বের কোনো শক্তি ইরানি জাতির ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না এবং ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে শত্রুদের কোন চক্রান্ত সফল হবে না।


বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি আজ শুক্রবার তেহরানের জুমার খুতবাতে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর উপর ভরসা এবং খোদাভীতির মাধ্যমে মানুষ শয়তানি প্রতারণার শিকার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। মানুষ যদি প্রতিটি কাজে একমাত্র আল্লাহর উপর আস্থাপোষণ করে, তবে নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করবে।

তিনি ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুদের নানামুখী চক্রান্ত সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন: শত্রুরা ইরানে উদ্বেগ, নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক বিষয়গুলোর ওপর চাপ সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা ইসলামী ইরানের বিচার বিভাগ, সংসদ ও নিরাপত্তা বাহিনীগুলোর ওপরও আঘাত হানার ষড়যন্ত্র করছে। তিনি জনগণের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানে সক্রিয় প্রচেষ্টা চালাতে ইসলামী এই রাষ্ট্রের কর্মকর্তাদের আহ্বান জানান।

জুমার ভাষণের আগে ইরানের নীতি নির্ধারণী পরিষদের অন্যতম সদস্য হুজ্জাতুল ইসলাম গোলাম রেজা মেসবাহি মোকাদ্দাম মুসল্লিদের সমাবেশে দেয়া বক্তব্যে বলেছেন, ইরানে রাজনৈতিক স্বাধীনতা পুরোপুরি বাস্তবায়ন হয়েছে যা ছিল জনগণের অন্যতম প্রধান দাবি।

iqna

captcha