IQNA

মরক্কোয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

1:01 - March 17, 2018
সংবাদ: 2605279
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, "মোহাম্মাদ সাদেস" শিরোনামে হেফজ, ক্বিরাত ও তাফসিরের সমন্বয়ে ১৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অতি শীঘ্রই অনুষ্ঠিত হবে।

 

বার্তা সংস্থা ইকনা: মরক্কোর এন্ডোউমেন্ট এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, আগামী ২৫ ও ২৬শে জুলাই মরক্কোর রাজধানী রাবাতের বৈজ্ঞানিক কাউন্সিলের মিলনায়তনে ১৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হিসেবে মোট ৪ জনকে নির্বাচন করা হবে। দুই জনকে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ থেকে এবং তাফসির ও ৫ পারা কুরআন হেফজ বিভাগ থেকে একজন করে নির্বাচন করা হবে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বয়সের ক্ষেত্র সীমাবদ্ধতা করা হয়েছে। নারী ও পুরুষ বিভাগে সকল অংশগ্রহণকারীদের বয়স ১০ থেকে ৪০ বছর হতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তিমণ্ডলী জুন মাসের ২০ তারিখের মধ্যে নিজেদের নাম নিবন্ধন করতে পরবেন।

iqna

 

 

captcha