IQNA

অস্ত্র হিসেবে পবিত্র কুরআনকে ব্যবহার করতে ভয় পায় না সন্ত্রাসীরা

22:35 - March 18, 2018
সংবাদ: 2605290
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আফরিন শহরের অদূরে দারমাশকানলি গ্রামে পবিত্র কুরআনের মধ্যে সন্ত্রাসীদের রেখা যাওয়া বোমা বিস্ফোরণের ফলে তুর্কি সামরিক বাহিনীর সদস্য "উরহান সুরম্যান" নিহত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার আফরিন শহরের অদূরে দারমাশকানলি গ্রামে সন্ত্রাসীরা পবিত্র কুরআনের পৃষ্ঠার মধ্যে বোমা রেখে পালিয়েছে। আর সেই বোমা বিস্ফোরণের ফলে তুর্কি সামরিক বাহিনীর সদস্য "উরহান সুরম্যান" নিহত হয়েছেন। এই ঘটনাটি ১৩ই মার্চে ঘটেছে।
আফরিন শহরে সন্ত্রাসীদের রেখা যাওয়া বোমা অপসরণ করার অপারেশনে এই ঘটনা ঘটে।
মটি থেকে পবিত্র কুরআনের ছেড়া পৃষ্ঠা তুলতে চেয়েছিল উরহান সুরম্যান। হটাৎ করে পবিত্র কুরআনের ছেড়া পৃষ্ঠার মধ্য থেকে হস্ত নির্মিত একটি বোমা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে উরহান সুরম্যানের মৃত্যু হয়।
এরপূর্বে সেদেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় মর্দান প্রদেশের নুসাইবিন শহরের একটি বাড়িতে সন্ত্রাসীরা পবিত্র কুরআনের মধ্যে বোমা ফিট করে রেখেছিল। কিন্তু তুর্কি সেনারা পবিত্র কুরআন থেকে বোমাটি অপসারণ এবং বোমাটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
iqna

 

captcha