IQNA

কুরআন হেফজ করতে সক্ষম হলেন অটিজমে আক্রান্ত যুবক

23:34 - March 18, 2018
সংবাদ: 2605291
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ১৮ বছরের যুবক মুহাম্মাদ মাজিদী। শৈশবে তিনি অটিজমে আক্রান্ত হন। এই রোগে আক্রান্ত হয়ে সকল বাধা বিপত্তি পার করে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছে মুহাম্মাদ মাজিদী।

 

বার্তা সংস্থা ইকনা: অটিজমে আক্রান্ত যুবকের মা "হেলিয়া" বলেন: ৪ বছর বয়সে মুহাম্মাদ মাজিদী অটিজমে আক্রান্ত হয়েছে। দীর্ঘ ১৪ বছর যাবত চিকিৎসাধীন রয়েছে।

মুহাম্মাদ মাজিদীর মা আরও বলেন: মুহাম্মাদ প্রথম যে বাক্যটি বলে সেটি হচ্ছে "আল্লাহু আকবার"। দেড় বছর থেকে মুহাম্মাদ আযান ও বিশিষ্ট ক্বারীদের তিলাওয়াত শুনছে।

মুহাম্মাদ মাজিদী বিশিষ্ট ক্বারী শেখ মোহাম্মদ রাফাতের কুরআন তিলাওয়াত অনুসরণ করে। কুরআনের আয়াতের প্রতি তার অনেক আগ্রহ রয়েছে। মাজিদী তার সময়কে কুরআন তিলাওয়াত করে এবং বিশিষ্ট ক্বরীদের কুরআন তিলাওয়াত শুনে অতিবাহিত করে।

পবিত্র কুরআন তিলাওয়াতের সকল নিয়ম বজায় রেখে মাজিদী কুরআন হেফজ করেছেন। মসজিদের পেশ ইমাম ও মুসল্লিগণ তার তিলাওয়াতের প্রশংসা করে।

উল্লেখ্য, অটিজম এমন এক ধরণের ব্যাধি যা সামাজিক সম্পর্ক এবং চিন্তা বিকাশের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। সাধারণত এই ব্যাধি তিন বছরের আগে দেখা দেয়। এর মূল কারণ এখনও অজ্ঞাত রয়েছে। মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুদের মধ্যে এই ব্যাধি অধিক পরিলক্ষিত হয়।

iqna

 

captcha