IQNA

হল্যান্ডে ইসলাম বিরোধী ফিল্ম প্রচার

22:54 - March 20, 2018
সংবাদ: 2605304
আন্তর্জাতিক ডেস্ক: হল্যান্ডের সরকারি টিভি চ্যানেলে ইসলাম অবমাননাকর ফিল্ম প্রচারের কারণে সেদেশের আইনি কর্মীগণ ক্ষিপ্ত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: হল্যান্ডে ফ্রিডম নামক ইসলাম বিদ্বেষী দল তাদের নির্বাচনী প্রচারাভিযানের জন্য সেদেশের সরকারি চ্যানেল NPO-তে ইসলাম অবমাননা কর ফিল্ম প্রচার করেছে। এধরণের অবমাননাকর ফিল্ম প্রচারের তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের আইনি কর্মীগণ।
হল্যান্ডের অনেক নাগরিক এবং সংখ্যালঘু মুসলিমরা সামাজিক নেটওয়ার্কে প্রতিবাদ জানয়ে এই অবমাননাকর ফিল্ম বয়কট করার আহ্বান জানিয়েছে।
হল্যান্ডের সক্রিয় কর্মী এলিয়া ডি ফ্রিস এক বিবৃতিতে এই ফিল্মের সমালোচনা করে বলেছেন: ফ্রিডম পার্টিকে যখনই টেলিভিশনে দেখা গিয়েছে তখনই তাদের ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে। আর এখন এধরণের ফিল্ম প্রকাশের মাধ্যমে তাদের চরমপন্থির রূপ আবারও প্রকাশ পেয়েছে।
অপর এক কর্মী এরিক এ ব্যাপারে বলেন: চরমপন্থি ফ্রিডম পার্টি মুসলমানদেরকে অপরাধী হিসেবে তুলে ধরতে চাচ্ছে। তবে আইন অনুযায়ী এব্যাপারে স্পষ্টভাবে তাদের কিছু বলার অধিকার নেই।

iqna

 

captcha