IQNA

সৌদি হামলায় ১৭ ইয়েমেনি নিহত

23:54 - March 22, 2018
সংবাদ: 2605326
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি বিমান হামলায় উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে ১৭ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। সৌদি জঙ্গি বিমানগুলো পশ্চিম ইয়েমেনের আলহুদাইদা প্রদেশের আলজারাহি শহরে ৮ বার বোমা হামলা চালায়।

ইমাম হাদীর দৃষ্টিতে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা

বার্তা সংস্থা ইকনা: এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বিভাগ জানিয়েছে, তাদের স্বপ্লপাল্লার একটি ক্ষেপণাস্ত্র আজ (বৃহস্পতিবার) সৌদি আরবের একটি তেল-স্থাপনায় আঘাত হেনেছে। বদর-এক নামের ওই ক্ষেপণাস্ত্র দক্ষিণ সৌদি আরবের নাজরান প্রদেশে সৌদি তেল-কোম্পানি আরামকোর স্থাপনায় আঘাত হানে। আলমাসিরা টেলিভিশন এই খবর দিলেও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানায়নি। 

ইয়েমেনের গণ-বাহিনী ও সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বিভাগ গতকাল (বুধবার) ভূমি থেকে আকাশে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি এফ-ফিফটিন জঙ্গি বিমানে আঘাত হানে। ইয়েমেনের সা'দা প্রদেশের আকাশে আগ্রাসী ওই সৌদি বিমানটির ওপর আঘাত হানে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র।   

 এ ছাড়াও ইয়েমেনের সশস্ত্র ও গণ-বাহিনী আদদালে প্রদেশের একটি এলাকায় হামলা চালালে সৌদি অনুচর বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে খবর এসেছে। 

সৌদি ও আমিরাত সরকার আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি সরকারের সহায়তা নিয়ে ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে সর্বাত্মক হামলা শুরু করে। গত তিন বছরের একটানা হামলায় ইয়েমেনের বেশিরভাগ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং সৌদি অবরোধের ফলে দেশটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও মহামারী। 

iqna

captcha