IQNA

তেহরানের জুমা নামাজের নয়া অস্থায়ী খতিব;

ইরানের সমস্ত শক্তি ও সাফল্য সৎ ও পবিত্র ধর্মীয় নেতৃবৃন্দের নেতৃত্বের অর্জিত হয়েছে

22:29 - March 23, 2018
সংবাদ: 2605328
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের নয়া অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তুরাবিফার্দ বলেছেন, ইরানের যে আঞ্চলিক পরাক্রম তার উৎস ইসলামের শক্তি ও কুরআনের শিক্ষা এবং তা ফিলিস্তিনি, ইয়েমেনি, সিরিয়, লেবাননি ও ইরাকি জাতিকেও দিয়েছে মর্যাদা।


বার্তা সংস্থা ইকনা: আজ তেহরানে নতুন ফার্সি বছর ১৩৯৭-এর প্রথম জুমার খোতবায় এই মন্তব্য করেন তিনি।
"হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তুরাবি ফার্দ" ইরানি জাতির রাজনৈতিক স্বাধীনতাকে অত্যন্ত দামী এক সম্পদ ও পুঁজি হিসেবে অভিহিত করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের আঞ্চলিক শক্তি ওয়াশিংটনের জন্য উদ্বেগজনক, অথচ বিষয়টি ইসলাম ও আসমানি বার্তা তথা ওহি-কেন্দ্রীক শিক্ষারই অবদান এবং তা এ অঞ্চলের জাতিগুলো ও প্রতিরোধকেও দিয়েছে মর্যাদা।
তেহরানের জুমা নামাজের নয়া অস্থায়ী খতিব আরও বলেছেন, ইরানের সমস্ত শক্তি ও সাফল্য এসেছে ইমামত তথা সৎ ও পবিত্র ধর্মীয় নেতৃবৃন্দের নেতৃত্বের এবং সৎ জনগণের ছায়াতলে।
বর্তমান বিশ্বে ইসলামী প্রতিরোধ আন্দোলন ইরানের নেতৃবৃন্দ ও জনগণের সম্মিলিত সুদৃঢ় বন্ধনের ছায়াতলে মার্কিন নেতৃত্বাধীন কুফরি ও আধিপত্যকামী শক্তিগুলোর মোকাবেলা করছে। কুফরি ও আধিপত্যকামী এই শক্তিগুলো এ অঞ্চলসহ বিশ্বের নানা অঞ্চলে অবৈধ নানা স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।
হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তুরাবিফার্দ নতুন ফার্সি বছরকে 'ইরানি পণ্যের প্রতি সহায়তার বছর' হিসেবে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ঘোষণা করা প্রসঙ্গে বলেছেন, ইরানি পণ্যগুলোকে হতে হবে সর্বোচ্চ মানসম্পন্ন ও সবচেয়ে কম ব্যয়সাপেক্ষ।
iqna

captcha