IQNA

তাজমহলে প্রবেশে নতুন নিয়ম

22:42 - March 23, 2018
সংবাদ: 2605331
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল পরিদর্শনে পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মে তিন ঘণ্টার বেশি কোনো পর্যটক তাজমহলের ভেতরে থাকতে পারবেনা। নিয়মটি চালু হবে ১লা এপ্রিল থেকেই।


বার্তা সংস্থা ইকনা: কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে যদি কেউ তিন ঘণ্টার বেশী থাকতে চায় তাহলেও ব্যবস্থা রয়েছে। এজন্য তাকে অতিরিক্ত টাকা গুনতে হবে। তবে অতিরিক্ত টাকা দিয়েও এটি বন্ধ হওয়ার পরে থাকা যাবে না।

অনলাইনে যারা আগের থেকে টিকিট কাটবেন তাজমহলে প্রবেশের সময় তাদের টিকিটের গায়েও সময় লিখিয়ে নিতে হবে।

এ বিষয়ে আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট ভুবন বিক্রম সিং জানিয়েছেন, পর্যটকদের প্রবেশ টিকিটেই সময়ের উল্লেখ থাকবে। সেই নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে তাজমহল চত্বর থেকে বেরিয়ে আসতে হবে।

তাজমহল পরিদর্শনের জন্য এখন ভারতীয়দের ৪০ রুপি এবং বিদেশি নাগরিকদের ১ হাজার রুপির টিকিট কাটতে হয়। এমটিনিউজ

captcha