IQNA

কুয়েতে জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

3:33 - April 13, 2018
সংবাদ: 2605503
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে "মুহাম্মাদ আব্দুল মুহসেন খারাফী" শিরোনামে জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: শুধুমাত্র নারীদের জন্য অনুষ্ঠিত "মুহাম্মাদ আব্দুল মুহসেন খারাফী" শিরোনামে ২১তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১০ম এপ্রিলে অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতায় কুয়েতের ৩১০০ জন নারী অংশগ্রহণ করেছেন। কুয়েতের "এসলাহ এজতেমায়ী" আঞ্জুমানের অন্তর্গত "বাইতুল কুরআন"-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০৭ জনকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
কুয়েত বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান ফায়েযা খারাফী বলেন: এই প্রতিযোগিতা সর্বপ্রথম ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়। তৎকালীন কুয়েত সংসদের রাষ্ট্রপতি মরহুম জাসেম খারাফীর উদ্যোগে এই প্রতিযোগিতার সূচনা ঘটে।
তিনি বলেন: দীর্ঘ ২১ বছরে এই প্রতিযোগিতার অনেক পরিবর্তন ঘটেছে। আর এই পরিবর্তনের ফলে এই প্রতিযোগিতাটি দেশের বৃহত্তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছে।

 iqna

captcha