IQNA

প্রকৃত বন্ধু চেনার উপায় কি?

1:35 - April 16, 2018
সংবাদ: 2605527
মানুষ সামাজিক জীব। তাই জীবন চলার পথে সে বন্ধু বা সাথী নির্বাচন করে থাকে। কিন্তু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বিশেষ সচেতন না হলে যে কোন সময় বড় ধরনের বিপদের সম্ভাবনা থাকতে পারে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত আয়াতুল্লাহ রাশাদ আজ এক ধর্মীয় ক্লাসে বক্তৃতাকালে বলেন: প্রকৃত ও উপকারী বন্ধু হচ্ছে সে- যে বিপদাপদের সময় উপকারের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং বন্ধুর অধিকার আদায়ে এগিয়ে আসে।

তিনি বলেন: প্রকৃত বন্ধুর তিনটি আলামত বা চিহ্ন রয়েছে; যদি কোন বন্ধুর মধ্যে এ তিনটি আলামত পাওয়া যায় তবে সে ভাল বন্ধু হিসেবে মনে করতে পারি।

তিনি প্রকৃত বন্ধুর প্রথম আলামত সম্পর্কে বলেন: আমিরুল মু’মিনিন আলী (আ.) নাহজুল বালাগাতে বর্ণনা করেছেন যে, প্রকৃত বন্ধুর পরিচয় হচ্ছে বিপদাপদ ও কষ্টের সময় অপর বন্ধুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে।

তিনি বলেন: প্রকৃত বন্ধুর দ্বিতীয় আলামত হচ্ছে যখন অন্য কেউ তার বন্ধুর সমালোচনা করবে, সে সে নিজ বন্ধুর পক্ষ অবলম্বন করবে। আর তৃতীয় আলামত হচ্ছে বন্ধু মৃত্যুর পরও সে বন্ধুকে স্মরণ করা এবং তার জন্য দোওয়া করা ও মাগফেরাত কামনা করা প্রকৃত বন্ধুর পরিচয়। শাবিস্তান

captcha