IQNA

শাবান মাস ইমাম মাহদীর সাথে সুসম্পর্ক গড়ার মাস

0:33 - April 19, 2018
সংবাদ: 2605550
শাবান মাস নৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতির মাস। আমরা যদি এই মাসে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি করতে পারি তাহলে ইমাম মাহদীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারব।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রজব, শাবান এবং রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই তিন মাস পর পর হওয়ায় মানুষের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের একটি অতি সুন্দর সময়। মানুষ এই তিনি মাসে ইবাদত বন্দেগী করে আল্লা হর নৈকট্য হাসিল করতে পারে।

এই মাসে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে বিধায় একে শাবান বলা হয়। অনেকে আবার বলেছেন, যেহেতু এই মাসে মহান আল্লাহ মানুষের উপর রহমত বর্ষণ করেন সুতরাং এই মাসকে শাবান মাস বলা হয়।

শাবান মাসের ১৫ তারিখে ইমাম মাহদীর জন্মদিন এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় রহমত ও নেয়ামত যার শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে অসম্ভব।

সুতরাং সার্বিক ভাবে বিচার করলে এই মাসে নিজের আমল আখলাক ভাল করার মাধ্যমে ইমাম মাহদীর আগমনের পথকে সুগম করা সম্ভব।

এই তিন মাসে আমরা যদি নিজেদের আখলাক চরিত্রকে মহানবীর নিকটবর্তী করতে পারি তাহলে আমরা সফল হব এবং ইমাম মাহদীর সাথেও আমাদের সম্পর্ক জোরদার হবে। আর এভাবে তার আবির্ভাবও ত্বরান্বিত হবে। শাবিস্তান

 

captcha