IQNA

কাবুলে ভোটার নিবন্ধিকরণ কেন্দ্রে বোমা বিস্ফোরণ

21:23 - April 22, 2018
সংবাদ: 2605578
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পুলিশ জানিয়েছে, রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধিকরণ কেন্দ্রে বোমা বিস্ফোরণে অন্তত ১৯ ব্যক্তি হতাহত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: কাবুল পুলিশ কমান্ডার মোহাম্মদ দাউদ আমিন জানিয়েছেন, রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত দাশতে বারচি এলাকায় অবস্থিত একটি ভোটার নিবন্ধিকরণ এবং পরিচয় পত্র বিতরণ কেন্দ্রের কাছে আজ (রোববার) সকালে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণের ফলে ১৯ জন হতাহত হয়েছেন।
এক ব্যক্তি বিস্ফোরক ভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হামলা চালায় বলে কাবুলের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মোহাম্মদ দাউদ আমিন জানিয়েছেন। কয়েক মাস পর অনুষ্ঠেয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে নিবন্ধিত ভোটারদের কাছে যখন কর্মকর্তারা ভোটার পরিচয় পত্র বিতরণ করছিলেন তখন সেখানে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বোমা বিস্ফোরণের পরপরই মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নারীসহ হতাহত ব্যক্তিদের লাশ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মারজাউহি বলেন: এ পর্যন্ত ৪ জন নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ১৫ জন আহতকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চলতি বছর ২০শেঅক্টোবরে আফগানিস্তানে সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে এবং সে লক্ষ্যে দেশটির বিভিন্ন এলাকায় এখন ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে।
iqna

captcha