IQNA

সুইডেনে মুসলমানদের অবমাননার জন্য অপরাধীর জরিমানা

0:37 - April 23, 2018
সংবাদ: 2605582
আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক নেটওয়ার্কে মুসলমানদের অবমাননার জন্য সুইডেনের একটি আদালত এক অপরাধীকে নগদ অর্থ জরিমানা করেছে।


বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি সুইডেনের নরকোপিং শহরে বসবাসরত এক ব্যক্তি সামাজিক নেটওয়ার্কে মুসলমানদের অবমাননা করেছে। সামাজিক নেটওয়ার্কে মুসলমানদের অবমাননার অপরাধে এই অবমানকারীকে সুইডেনের একটি আদালত তাকে ৭৫০০ ক্রোনা জরিমানা করেছে।
অপরাধী সামাজিক নেটওয়ার্কে মুসলমানদের কলুষিত হিসেবে উল্লেখ করেছে এবং ইউরোপে তাদের উপস্থিতি অসহনীয় হিসাবে বর্ণনা করেছে।
নোরাকোপিং কোর্টের প্রসিকিউটর মিশার ফর্সবার্গ এ ব্যাপারে বলেন: সামাজিক নেটওয়ার্কে অনেক ভুয়া একাউন্ট থেকে মুসলিমবিদ্বেষী মূলক বার্তা প্রেরণ করা হয়। পুলিশ দীর্ঘ দিন যাবত এসকল অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করছে।
বার্ষিক প্রতিবেদনে দেখায় যায় যে, সম্প্রতি ইউরোপে ইসলামবিদ্বেষী কার্যক্রম অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে।
iqna

 

captcha