IQNA

উইঘুর ইসলামিক পন্ডিত মুহাম্মদ সালেহ’র চীনা দীক্ষাদান ক্যাম্পে মৃত্যু

23:21 - June 09, 2018
সংবাদ: 2605945
আন্তর্জাতিক ডেস্ক: চীনের জিনজিয়ান প্রদেশের উইঘুর ইসলামিক পন্ডিত মুহাম্মদ সালেহ হাজিম চীনা রাজনৈতিক মত দীক্ষাদান ক্যাম্পে মারা গেছেন।

 
বার্তা সংস্থা ইকনা: নির্যাতনের কারণেই তার মৃত্যু ঘটেছে বলে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস(ডব্লিউইউসি)।

মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী উইঘুরদের একটি বড় অংশ চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে।

বৃহস্পতিবার (৭ জুন) এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ডিসেম্বরে হাজিমকে (৮২) আটক করা হয় এবং তারপর থেকেই তাকে রাজনৈতিক মত দীক্ষা ও প্রপাগান্ডার আওতায় নিয়ে আসা হয়।

নির্বাসিত আন্তর্জাতিক উইঘুর কংগ্রেসের বিবৃতিতে জানানো হয়, হাজিম পবিত্র কুরআন আরবি থেকে উইগুর ভাষায় অনুবাদ করেছেন।

এতে বলা হয়, কারাবাসের সময় তাকে খুব সম্ভবত নির্যাতন করা হয়েছে।

উইঘুর জনগণের উপর চীনা কর্তৃপক্ষের দমনপীড়ন, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে ব্যাপক অভিযানের মধ্যই হাজিমের মৃত্যু ঘটল। আনাদুলো এজেন্সি

captcha