IQNA

অস্ট্রেলীয় তরুণ আলি যেভাবে মানবসেবায় নিজেকে উৎসর্গ করলেন

17:49 - June 10, 2018
1
সংবাদ: 2605953
অস্ট্রেলীয় মুসলিম আলি বানাত একটি সাক্ষাৎকারে তার দীর্ঘ ভ্রমনের অংশ হওয়ার জন্য পৃথিবীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ‘ওয়ানপাথ নেটওয়ার্ক’কে তার সাক্ষাৎকারটি প্রকাশ পেলে তা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছিল।

 
বার্তা সংস্থা ইকনা: ২০১৫ সালে তার শরীরে চতুর্থ-স্তরের ‘এডিনোড সাইস্টিক কার্সিনোমা’ ধরা পড়েছিল। বিরল প্রকৃতির এই ক্যান্সারের বর্তমানে কোনো প্রতিকার নেই। এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহকে প্রভাবিত করে থাকে।

এডিনোড সাইস্টিক কার্সিনোমা রোগে আরোগ্য লাভের হার অত্যন্ত নিম্নমুখী এবং এই রোগে আক্রান্ত রোগীদের দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ডাক্তাররা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আলী বানাত কেবল ৭ মাস বেঁচে থাকবেন। তবে, বিরল এই রোগ নির্ণয় করার পরিকল্পনায় আল্লাহ তাকে তিন বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন।

তিনি খুব বেশিদিন বাঁচবেন না-এটা জানার পর আলী তার অবনতি ঘটতে থাকা স্বাস্থ্যের বাস্তবতাকে মেনে নেন। কেবল আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার জন্য তিনি তার বিলাসিতা ও বস্তুগত সম্মান পরিত্যাগ করেন এবং বিশ্বকে ক্ষমতার পরিবর্তন ও আত্মত্যাগের শিক্ষা দেন।

৩৩ বছর বয়সী আলী অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করতেন। তার নিজের দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। পূর্বে তিনি ধর্ম ও সমসাময়িক অবস্থা সম্পর্কে খুব বেশি মনোযোগী ছিলেন না। বিরল এই ক্যান্সার নির্ণয়ের পর তার দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এবং অগ্রাধিকারের বিষয়গুলোতে পরিবর্তন আসে।

পরে আলি টোগো ভিত্তিক ‘মুসলিম অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড় তুলেন। ধাতব্য প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচনকে প্রাধান্য দেয়। উদাহরণস্বরূপ স্থানীয় সেবা- যেমন: স্কুল এবং কারখানা স্থাপন; যাতে বেকারদের কর্মসংস্থান হয়। একই সঙ্গে স্থানীয় বাজার ও অর্থনীতি গড়ে তোলা; যাতে গ্রামগুলি নিজেদেরকে সহায়তা করতে পারে।

অন্যান্য সফল প্রকল্পগুলি উন্নয়ন এবং সরাসরি সাহায্যের উপর ভিত্তি করে নেয়া হয়। এরমধ্যে রয়েছে- শিক্ষা, খাদ্য নিরাপত্তা এবং পানি স্যানিটেশন।

আলি দরিদ্রদের সহায়তা করার জন্য তার মিশন নিয়ে অস্ট্রেলিয়া থেকে টোগো, যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য ভ্রমণ করেন।

তার দৃঢ় সংকল্প এবং তার ভাল কাজের দৃঢ়তা একটি সহজ এবং শক্তিশালী অনুভূতির উপর বপন করা হয়েছিল।

ইন্সটাগ্রামের মাধ্যমে আলী তার অনুসারীদের তার কাজের অভিজ্ঞতা প্রদান করেছেন। তিনি গ্রামে গড়ে তোলেন, বন্দীদের জন্য খাবার সরবরাহ করেন, ছোট ছোট শিশুদেরকে তিনি কোরআনের আয়াত শিক্ষা দিতেন।

চলতি বছরের রমজানের ১৪তম দিনে সিডনির লেকেম্বা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার বিদেহী আত্মার শান্তি কামনায় ওই দিন জানাজায় হাজার হাজার লোক উপস্থিত হয়েছিলেন। অ্যাবাউট ইসলাম

অস্ট্রেলীয় তরুণ আলি যেভাবে মানবসেবায় নিজেকে উৎসর্গ করলেনঅস্ট্রেলীয় তরুণ আলি যেভাবে মানবসেবায় নিজেকে উৎসর্গ করলেন

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
mmdxclfb
0
0
20
captcha