IQNA

ইরানে শুক্রবার ঈদুল ফিতর, রুহানির শুভেচ্ছা

23:03 - June 14, 2018
সংবাদ: 2605983
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানে আগামীকাল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেয়া হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ইরানের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায়। এতে ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম দেশগুলোর সরকার ও জনগণের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আজ (বৃহস্পতিবার) মুসলিম দেশগুলোর সরকার প্রধানদের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বানও জানিয়েছেন।

এদিকে, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বহু দেশে আগামীকাল ঈদ উদযাপিত হবে। তবে ভারত ও পাকিস্তানে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ উদযাপন করা হবে।

iqna

captcha