IQNA

তুরস্কে "ইসলাম ও পশ্চিমে নারী" শীর্ষক গ্রন্থ প্রকাশ

10:13 - June 19, 2018
সংবাদ: 2606017
আন্তর্জাতিক ডেস্ক: ইস্তাম্বুলে ইরানী কালচারাল সেন্টারের সহযোগিতায় সর্বোচ্চ নেতার বানীর আলোকে "ইসলাম ও পশ্চিমে নারী" শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর বানীর আলোকে লেখা "ইসলাম ও পশ্চিমে নারী" শীর্ষক গ্রন্থের মূল বিষয়বস্তু হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতি ও সভ্যতার বৈশিষ্ট্য এবং নারী ও পরিবার সম্পর্কে ইসলাম ও পশ্চিমের মনোভাব।
এই বইটি ইসমাইল বান্দি দারিয়ান এবং সাদেমান বান্দি দারিয়ান তুর্কি ভাষায় অনুবাদ করেছেন। তাসনিম প্রকাশনা এবং ইস্তাম্বুলে ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে প্রিন্ট হয়েছে।
iqna

 

captcha