IQNA

ইকনার হেড অফিসে;

বাংলায় অনুদিত দিওয়ানে ইমামের মোড়ক উন্মোচন

23:32 - June 19, 2018
সংবাদ: 2606018
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে বার্তা সংস্থা "ইকনা"র হেড অফিসে আগামীকাল (২০শে জুন) বাংলা ভাষায় অনুদিত ইমাম খোমেইনী (রহ.)এর কবিতার সংকলনের গ্রন্থ "দিওয়ানে ইমাম" উদ্বোধন হতে যাচ্ছে।

বাংলায় অনুদিত দিওয়ানে ইমামের মোড়ক উন্মোচন


বার্তা সংস্থা ইকনা: আগামীকাল ইকনা'র হেড অফিসে বাংলা ভাষায় অনুদিত ইমাম খোমেইনী (রহ.)এর কবিতার সংকলনের গ্রন্থ "দিওয়ানে ইমাম", "ইসলাম ও ইরানের পারস্পরিক অবদান" এবং "বাংলা-ফার্সি অভিধান" বইয়ের মোড়ক উন্মোচন হবে। এই বইগুলো অনুবাদ সংস্থা সেন্টার, ইসলামী মায়ারেফ প্রকাশনা এবং ইসলামী ও সংস্কৃতি মানবিক সংস্থার সহযোগিতায় উক্ত গ্রন্থগুলো প্রিন্ট হয়েছে। আগামী কাল ইকনার কনফারেন্স হলে দুপুর ২টায় বইগুলোর মোড়ক উন্মোচনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে অনুবাদ সংস্থা সেন্টার, ইসলামী মায়ারেফ প্রকাশনা এবং ইসলামী ও সংস্কৃতি মানবিক সংস্থার প্রধান রাসুল ইসমাইল যাদেহ দুযাল, উক্ত সংস্থার পাবলিশিং গ্রুপের বিশেষজ্ঞ মুহাম্মাদ রেজা জাফরী, তথ্য ও বিজ্ঞাপন ব্যুরোর প্রধান আলী মারুফী, মিডিয়া রিলেশনস ডিপার্টমেন্টের প্রধান, ডিরেক্টর অফ পাবলিক রিলেশনসের ডেপুটি জেনারেল উপস্থিত থাকবেন।
"দিওয়ানে ইমাম" গ্রন্থটি ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেইনী (রহ.)-এর লেখ। ৪৩৮ পৃষ্ঠা বিশিষ্ট এই গ্রন্থটি তিনি ফার্সি ১৩৬৮ সালে লিখেছেন। বইটিতে মোট ৬টি অধ্যায় রয়েছে।
"ইসলাম ও ইরানের পারস্পরিক অবদান" বইটির মূল লেখক "শহীদ আয়াতুল্লাহ মুর্তাযা মুতাহ্হারী। এই বইটিতে মোট ৩টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলো হচ্ছে "ইরানী জনতার দৃষ্টিতে ইসলাম", "ইরানে ইসলামের অবদান" এবং ইসলামে ইরানের অবদান"।
iqna

 বাংলায় অনুদিত দিওয়ানে ইমামের মোড়ক উন্মোচন

বাংলায় অনুদিত দিওয়ানে ইমামের মোড়ক উন্মোচন

বাংলায় অনুদিত দিওয়ানে ইমামের মোড়ক উন্মোচন

captcha