IQNA

ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের উদ্দেশ্যে দোয়ার গুরুত্ব

6:12 - June 22, 2018
সংবাদ: 2606033
হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ বলেছেন, আমি মাহদীর মাধ্যমে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত এবং সকল কিছুর উপর বিজয়ী করব।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর জন্য দোয়া করার একটি বড় দর্শন হচ্ছে তার মাধ্যমে আল্লাহর দ্বীন জীবন্ত ও প্রতিষ্ঠিত হবে। এবং তিনিই সারা বিম্বে কলেমা লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূললুল্লাহ প্রতিষ্ঠিত করবেন।

দোয়া নুদবায় আছে: این محیی معالم الدین و اهله؛ কোথায় সেই মাহদী যিনি আল্লাহর দ্বীনকে জীবন্ত ও প্রতিষ্ঠিত করবেন।

পবিত্র কুরআনে যে বর্ণিত হয়েছে, لیظهره علی الدین کله؛ ইসলাম ধর্মকে সকল ধর্মের উপর প্রতিষ্ঠিত করা হবে, তার তাফসীরে বলা হয়েছে যে, ইমাম মাহদীর মাধ্যমে এই কাজ সম্পন্ন হবে।

বিহারুল আনওয়ার গ্রন্থে বর্ণিত হয়েছে, রাসূল(সা.) বলেছেন, হুসাইনের নবম সন্তান হচ্ছে আল মাহদী। তার নাম আমার নাম এবং তার চেহারা আমার চেহারার অনুরূপ। শেষ জামানায় আবির্ভূত হয়ে গোটা বিশ্বকে ন্যায় নীতিতে পরিপূর্ণ করবে এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে।

ইমাম বাকির(আ.) বলেছেন, ইমাম মাহদী তার আবির্ভাবের পর মক্কা থেকে কুফায় আসবেন। সেখান থেকে তিনি সারা বিশ্বে তার প্রতিনিধি প্রেরণ করবেন। সুতরাং তখন সারা বিশ্বে কলেমা লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত হবে।

captcha