IQNA

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের আলামত কি?

2:14 - June 25, 2018
সংবাদ: 2606055
ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের বিষয়টি মানুষের কৃতকর্ম ও চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে তুলনামূলক বেশি সম্পৃক্ত। কিন্তু তারপরও এ মহান ইমামের আবির্ভাবের কিছু পার্থিব ও অপার্থিব আলমত রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাহিম কারগার বলেছেন যে, ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের আলামত ও লক্ষণের পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃর্ণ; তা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। এখানে আবির্ভাবের আলামত ও লক্ষণ বলতে বুঝায় এমন কিছু চিহ্ন ও নিশানা যা ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পূর্বে এ পৃথিবীতে পরিলক্ষিত হবে। রাসূল (সা.), মাসুম ইমামগণ থেকে বর্ণিত বিভিন্ন হাদীসে এ সব আলামতের পরচয় আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা এখানে পাঠকদের জ্ঞাতার্থে ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের কিছু পার্থিব ও অপার্থিব আলমতের প্রতি ইঙ্গিত করব-

এক- পার্থিব আলমতসমূহ-

১- দুনিয়ার চাকচিক্য ও সম্পদের প্রতি মানুষের অতিশয় আসক্তি

২- জুয়া খেলার বিস্তার

৩- নারী নেতৃত্বের বিস্তার সাধন

৪- সুদ ও ঘুষের প্রচলন

দুই– অপার্থিব আলামতসমূহ-

১- সমাজ অন্যায় ও অবিচারে ছেয়ে যাওয়া

২- আল্লাহর হারামকৃত বিষয়সমূহ হালাল হিসেবে গণ্য করা

৩- পবিত্র কুরআনকে উপেক্ষা করা

৪- নামাযের প্রতি অনিহা

সূত্র: বিহারুল আনওয়ার; খণ্ড ৫২তম, পৃ. ২৫৬

captcha