IQNA

আল-আকসা মসজিদে প্রবেশ করল নেসেটের প্রতিনিধি টিম

2:33 - July 10, 2018
সংবাদ: 2606177
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইলি বাহিনীর কড়া সুরক্ষার মাধ্যমে নেসেটের (ইসরাইলের সংসদ) ৩ সদস্য আল-আকসা মসজিদে প্রবেশে করেছে।



বার্তা সংস্থা ইকনা: জিয়াওনিস্ট শাসনের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইসরাইলের নেসেট এবং মন্ত্রীদের আল-আকসা মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গতকাল নেসেটের তিন সদস্য কড়া নিরাপত্তা মাধ্যমে উত্তেজনাপূর্ণ প্রচারাভিযানের জন্য আল-আকসা মসজিদে প্রবেশ করেছে।
৮ম জুলাই ইসরাইলেরে কৃষি মন্ত্রী আভারি এরিয়েল কয়েকজন ইহুদিদের নিয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করেছে।
গত সপ্তাহে জিয়াওনিস্ট মিডিয়া ঘোষণা করেছে বেনইয়ামিন নেতানিয়াহু ইসরাইলের নেসেট এবং মন্ত্রীদের আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, নেতানিয়াহু দুই বছর আগে সরকার ও নেসেটের সদস্যদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছিল।
iqna

 

captcha