IQNA

উজবেকিস্তানে উদ্বোধন করা হল ১৩টি মসজিদ

22:23 - July 11, 2018
সংবাদ: 2606192
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৮ সালে শুরু থেকে এ পর্যন্ত উজবেকিস্তানে ১৩টি নতুন মসজিদ উদ্বোধন হয়েছে। বর্তমানে এসকল মসজিদে ধর্মীয় কার্যক্রম চালু করা হয়েছে।

মিয়ানমার-লাওসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
বার্তা সংস্থা ইকনা: উজবেকিস্তানের মুফতি এবং মুসলিম বিভাগের প্রধান উসমান খান আলিমোভ ঘোষণা করেছেন: ২০১৮ সালে শুরু থেকে জুলাই মাস পর্যন্ত উজবেকিস্তানে ১৩টি নতুন মসজিদের কার্যক্রম চালু করা হয়েছে। এসকল নবনির্মিত মসজিদের মধ্যে শুধুমাত্র "সারখান দারিয়া" প্রদেশে ৭টি নতুন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।
উজবেকিস্তানে অবস্থিত ইরানি কালচারাল কাউন্সিলার বলেছেন: উজবেকিস্তানের মুফতি উসমান খান আলিশোভ তার বক্তৃতায় বলেছেন, "উজবেক ও কাজাখ ভ্রাতৃত্বিক মানুষের অভিন্ন মূল্যবোধ" আন্তর্জাতিক আঞ্জুমান এক পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে। এই দুই দেশের বার্ষিক পরিকল্পনার কাঠামো বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক ও ধর্মীয় কাজ সম্পাদন করা হবে।
iqna

 

captcha