IQNA

সৌদি আরবের কাসিমে হামলার দায়ভার স্বীকার করল দায়েশ

23:52 - July 14, 2018
সংবাদ: 2606215
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বোরিদা শহরের কাসিম এলাকায় একটি নিরাপত্তা চেকপয়েন্ট সশস্ত্র হামলার দায়ভার স্বীকার করল তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস)।

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা হামলায় নিহত বেড়ে ১৩২
বার্তা সংস্থা ইকনা: দায়েশের তত্ত্বাবধায়নে নিয়ন্ত্রিত আন-নাবা ই-পত্রিকা ১৩ই জুলাই ঘোষণা করেছে, দায়েশের সশস্ত্র বাহিনীর তিনজন সদস্য সৌদি আরবের বোরিদা শহরের কাসিম এলাকার "আত-তারাফিয়া" কারাগারের নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালিয়েছে।
এই প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরাঞ্চলীয় বোরিদা শহরের কাসিম এলাকায় একটি নিরাপত্তা চেকপয়েন্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের তিন জন সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ৮ম জুলাই ঘোষণা করেছেন, বোরিদা শহরের কাসিম এলাকায় একটি নিরাপত্তা চেকপয়েন্টে তিন জন সন্ত্রাসী সশস্ত্র হামলা চালায়। এই হামলায় এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এছাড়াও দুই সশস্ত্র সন্ত্রাসী নিহত এবং অপর একজন আহত হয়েছে।
সৌদি রাষ্ট্র সংবাদ সংস্থা WAS ঘোষণা করেছে, এই সশস্ত্র সন্ত্রাসী হামলায় একজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।
iqna

 

 

captcha