IQNA

ওমানে মায়েদের জন্য হিফজুল কুরআন প্রতিযোগিতা

23:54 - July 14, 2018
সংবাদ: 2606217
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের রস্তাক শহরে "কালচারাল কিমিটি"র অন্তর্গত "নারীদের ক্রিয়াকলাপ" দলের পক্ষ থেকে গ্রীষ্মকালে শুধুমাত্র মায়েদের জন্য হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গাজায় ইসরাইলি নিষেধাজ্ঞায় সংঘাতকে আরো তীব্র করবে: জাতিসংঘ
বার্তা সংস্থা ইকনা: "নারীদের ক্রিয়াকলাপ" দলের সভাপতি "আসলিয়া বিনতে আলী ইবনে সুউদ আলবু সাইদিয়া বলেন: এবছর গ্রীষ্মকালে "নারীদের ক্রিয়াকলাপ" দল সিদ্ধান্ত নিয়েছে "জীবনের পথ, কুরআন" শিরোনামে একটি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শুধুমাত্র মায়েদের জন্য হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠিত করবে।
তিনি বলেন: হিফজুল কুরআন প্রতিযোগিতা ছাড়াও কুরআন প্রশিক্ষণ এবং আয়াতে মনোনিবেশ করার আলোকে বিশেষ কোর্স নেওয়া হবে।
এই প্রতিযোগিতায় মোট ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। বয়সের দিক থেকে দুটি স্তরে প্রতিযোগীগণ অংশগ্রহণ করবে। প্রথম স্তরে ৩০ থেকে ৩৯ বছরে মা'য়েরা এবং দ্বিতীয় স্তরে ৪০ বছরের ঊর্ধ্বে মায়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম স্তরের মায়েদের জন্য দ্বিতীয় পারা এবং দ্বিতীয় স্তরের মায়েদের জন্য ২৮ পারা নির্ধারণ করা হয়েছে।
iqna

 

 

captcha