IQNA

মালয়েশীয় হিজাবি তরুণীর মুগ্ধকর ফ্রিস্টাইল ফুটবল কৌশল

2:31 - July 18, 2018
সংবাদ: 2606236
আন্তর্জাতিক ডেস্ক: সদ্যই কিশোরী থেকে তরুণীতে পা দিয়েছেন কোহুরিন্নিসা এনড্যাঙ ওয়াহিদি। মালয়েশিয়ার মুসলিম এই মেয়েটির চমৎকার ফ্রিস্টাইল ফুটবল কৌশল ইতোমধ্যে দেশে-বিদেশের অনেকের মনোযোগ আকর্ষণ করেছে।


বার্তা সংস্থা ইকনা: হিজাবি কোহুরিন্নিসার নিপুন ক্রীড়া কৌশল সত্যিই অসাধারণ। তিনি বলকে পায়ের পাতা ও কপালের ওপর রেখে দারুণভাবে ব্যালেন্স করতে পারেন। বলকে পায়ের ওপর রেখে ইচ্ছেমত নাড়াতে পারেন।

কুয়ালালামপুর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ক্লাঙ্গ শহরের একটি পার্কে অনুশীলন করার সময় ১৮ বছর বয়সী এই শিক্ষার্থী এএফপি বলেন, ‘হিজার তার জন্য কোনো বাধা নয়। এটা স্বাভাবিক। আপনি কিভাবে এটি পরিচালনা করবেন, তার ওপর সবকিছু নির্ভর করে।’

ফ্রিস্টাইল ফুটবলে খেলোয়াড়রা সাধারণত তাদের শরীরের সব অংশের ব্যবহার করে থাকেন।

মালয়েশিয়ায় ৩২ মিলিয়ন লোকের মধ্যে ৬০ শতাংশেরও বেশি মুসলমান। দেশটির বেশিরভাগ মুসলিম নারীরা ইসলামি রীতি মেনে ঐতিহ্যবাহী হিজাব ও ঢোলা পোশাক পরিধান করে থাকেন।

ইসলাম খেলাধুলায় নারীদের কোনো বাধা দিচ্ছে না বলে জানান কোহুরিন্নিসা। ২০১৬ সালে কিশোরী বয়স থেকে তিনি ফ্রিস্টাইল ফুটবল শুরু করেন। ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে তিনি প্রশিক্ষণ এবং বিভিন্ন কৌশল রপ্ত করেন।

কোহুরিন্নিসা বলেন, ‘ফ্রিস্টাইলের মাধ্যমে শরীর প্রদর্শন না করেই নিজেকে ইচ্ছেমত স্বাধীনভাবে ফুটিয়ে তুলতে পারেন।’ তিনি জানান, তার এই ক্রীড়া কৌশলে তার পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে।

মালয়েশিয়ায় সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির মধ্যে ফুটবল অন্যতম। যদিও বিশ্ব র্যাং়কিয়ে দেশটির পুরুষদের জাতীয় ফুটবল দলের অবস্থান ১৭১ তম। দেশটিজুড়ে ফুটবল ভক্তরা গভীর রাত পর্যন্ত জেগে টিভিতে লাইভ ফুটবল ম্যাচ দেখে থাকেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় বিদেশি টিমগুলোকে নিয়ে উল্লাস করে থাকেন তারা।

কোহুরিন্নিসা বলেন, ‘মালয়েশিয়ায় বেশিরভাগ পুরুষরাই ফ্রিস্টাইল অনুশীলন করেন। তবে দেশটির মেয়েরাও এতে অধিক আগ্রহী হয়ে উঠছে বলে তিনি জানান।

বল নিয়ে বিভিন্ন কৌশল প্রশিক্ষণের জন্য তিনি সপ্তাহে চার থেকে পাঁচ দিন অনুশীলন করেন এবং প্রতি সেশনের জন্য ৩ ঘণ্টা করে সময় দেন।

অনলাইন তার ফ্রিস্টাইল কৌশলগুলি ক্রমবর্ধমান ব্যাকপ জনপ্রিয়তা অর্জন করছে। তার তার ইন্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ৭২ হাজারেরও বেশি।

কোহুরিন্নিসার আদর্শ ফরাসি কিশোরী ফ্রিস্টাইল তারকা লিসা জিমোচি। কোনো একদিন লিসার সঙ্গে তার দেখা হবে বলে প্রত্যাশা করেন।

কোহুরিন্নিসা বলেন, ‘একজন নারী হওয়া কোনো বাধা নয়। আপনি চাইলে যেকোনো ক্রীড়ায় সক্রিয় হতে পারেন।’ দ্য স্ট্রেইট টাইমস/ আরটিএনএন

 

captcha