IQNA

হাশরের ময়দানে অনেকে তার শাফায়াতের মাধ্যমে বেহেশত প্রবেশ করবে

2:48 - July 18, 2018
সংবাদ: 2606237
ইরানের কোম নগরীস্থ হযরত ফাতেমা মাসুমার (আ.) পবিত্র মাজারে এক অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাফেয়ী বলেছেন যে, হাদীসে বর্ণনা অনুযায়ী হাশরের ময়দানে অনেকে মহীয়সী হযরত ফাতেমা মাসুমার (আ.) শাফায়াতের মাধ্যমে বেহেশত প্রবেশ করবে।

 

বার্তা সংস্থা ইকনা: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হয়রত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাফেয়ী পহেলা জিলহজ্ব ৭ম ইমাম হযরত মুসা কাজিমের (আ.) কন্যা হযরত ফাতেমা মাসুমার (আ.) পবিত্র জন্ম দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: মহীয়সী হযরত ফাতেমা মাসুমা (আ.) ৭ম ইমাম হযরত মুসা কাজীমের (আ.) কন্যা এবং ৮ম ইমাম হযরত আলী ইবনে মুসা রেজার (আ.) বোন; তার মাতার নাম হযরত নাজমা খাতুন। তিনি রাসূলের (সা.) আহলে বাইতের (আ.) অন্যতম মহীয়সী রমণী।

তিনি বলেন: হযরত ফাতেমা মাসুমার (আ.) নারী সমাজের মধ্যে অত্যন্ত ফজিলত ও শ্রেষ্ঠত্বের অধিকারী। তিনি মদিনা হতে কোম শহরে আগমনের পর তার মহান ফজিলত ও শ্রেষ্ঠত্বের কারণে এ শহরটি মুসলিম জাহানের অন্যতম পবিত্র শহর হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ লাভ করে।

উল্লেখ্য পহেলা জিলকদ ৭ম ইমাম হযরত মুসা কাজীমের (আ.) কন্যা হযরত ফাতেমা মাসুমা (আ.) এবং ১১ই জিলকদ হচ্ছে ৮ম ইমাম হযরত আলী ইবনে মুসা রেজার (আ.) মহিমান্বিত জন্ম দিন। তাই এ দশ দিনকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে দাহে কারামাত তথা কারামতের দশক হিসেবে পালিত হয়। শাবিস্তান

 

captcha