IQNA

প্রতি বছর বিকলাঙ্গ হয়ে পড়ছেন ২০০ ভারতীয় সেনা

23:36 - July 18, 2018
সংবাদ: 2606238
আন্তর্জাতিক ডেস্ক : প্রতি বছর শতাধিক জওয়ানদের বসিয়ে দিতে বাধ্য হচ্ছে ভারতীয় সেনা৷ কারণ তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করতে করতে কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন৷ অনেকে বিকলাঙ্গ হয়ে পড়েছেন৷ তার দরুণ জওয়ানদের ফিল্ড থেকে তুলে নিতে বাধ্য হচ্ছে ভারতীয় সেনা৷ ফলে অভাবনীয় ক্ষতি হচ্ছে সেনাবাহিনীর৷



বার্তা সংস্থা ইকনা: আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বিপিন পুরী জানিয়েছেন, প্রতি বছর ২০০ ভারতীয় সেনা বিকলাঙ্গ হয়ে পড়ছেন৷ যুদ্ধক্ষেত্রে তো বটেই, বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে কাজ করতে করতে তাদের মধ্যে আগের মতো কাজ করার সেই শারীরিক শক্তি থাকে না৷ তাই বাধ্য হয়ে তাদের সরিয়ে দিতে হচ্ছে সেনাবাহিনীকে৷

ঠিক কী কী কারণে তারা কর্মক্ষমতা হারাচ্ছেন? ১০ বছরের ডেটা ঘেঁটে লেফটেন্যান্ট জেনারেল বিপিন পুরী জানান, প্রথম কারণ অবশ্যই যুদ্ধ করতে গিয়ে অঙ্গহানি হওয়া৷ যুদ্ধক্ষেত্রে শক্রুর সঙ্গে লড়াই করতে গিয়ে মারাত্মক অস্ত্রে ঘায়েল হন জওয়ানরা৷ এছাড়া দেখা গিয়েছে জওয়ানদের মধ্যে অধিকাংশ বুক, পেট, ফুসফুস ও স্পাইনাল কড সংক্রান্ত নানা শারীরিক সমস্যায় ভোগেন৷ এছাড়া প্রতিকূল পরিবেশও কর্মক্ষমতা হারিয়ে যাওয়া অন্যতম কারণ৷ দেখা গিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করতে গিয়ে অথবা তুষার ঝড়ের মধ্যে পড়ে জখম হচ্ছেন৷

ভারতীয় সেনাবাহিনীতে ১০ লক্ষ জওয়ান রয়েছেন৷ যারা জম্মু কাশ্মীর ও উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে জঙ্গি নিধন ও বিদ্রোহ দমন অভিযানের সঙ্গে যুক্ত৷ জেনারেল পুরী জানান, জওয়ানদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং হল হারানো বিকলাঙ্গ থেকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার লড়াই৷ এই লড়াই পরিশ্রমসাধ্য ও কষ্টকর৷ তবে আশার কথা এই যে চিকিৎসা জগতে উন্নতির জেরে তিনি জানান, এখন পুনে, চন্ডীগড় ও অসমে আর্টিফিশিয়াল লিম্ব সেন্টার আছে৷ সেখানে চিকিৎসার মাধ্যমে জওয়ানরা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠতে পারেন৷-কলকাতা২৪

captcha