IQNA

ফিলিস্তিনে ১৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতা শুরু

23:47 - July 18, 2018
সংবাদ: 2606241
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে "আল-আকসা" শিরোনামে ১৮তম জাতীয় হিফজুল কুরআন ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।

ফিলিস্তিনে ১৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতা শুরু
বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের এনডাওমেন্ট মন্ত্রণালয় ১৫ই জুলাই ১৮তম জাতীয় হিফজুল কুরআন ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতা শুরু হওয়ার খবর জানিয়েছে।
ফিলিস্তিনের এনডাওমেন্ট মন্ত্রী "ইউসুফ আদয়িস এ ব্যাপারে বলেন: "আল-আকসা" শিরোনামে ১৮তম জাতীয় হিফজুল কুরআন ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতার প্রথম পর্ব পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে। এই পর্বে ৮০০ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
তিনি বলেন: প্রথম পর্বে উত্তীর্ণদের নিয়ে রামাল্লা শহরে এনডাওমেন্টস মন্ত্রণালয়ে চূড়ান্ত পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইউসুফ আদয়িস বলেন: ১৮তম জাতীয় হিফজুল কুরআন ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মোট তিনি বিভাগে অনুষ্ঠিত হবে: ইসরা সূরা তাফসির সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, ২০ পারা হেফজ এবং ১০ পারা হেফজ।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতার ১৭তম পর্বের অনুষ্ঠান গত বছর ৮ম আগস্ট শুরু হয়েছে এবং একাধারে ২৮শে আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। ১৭তম বর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতা মোট ৪ বিভাগে অনুষ্ঠিত হয়েছে: আলে ইমরান সূরা তাফসির সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, অর্থ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, ২০ পারা হেফজ এবং ১০ পারা হেফজ।
iqna

 

captcha