IQNA

প্রতি নামাযের পর ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের জন্য দোয়া

19:03 - July 19, 2018
সংবাদ: 2606246
ইমাম মাহদী (আ.) ইমামতিধারার সর্বশেষ মাসুম ইমাম। যিনি আল্লাহর পক্ষ থেকে শেষ জামানায় আবির্ভূত হবেন এবং সারা বিশ্বে ন্যায় ও ইনসাফের হুকুমত প্রতিষ্ঠা করবেন। তাই এ ইমামের আবির্ভাবের জন্য আল্লাহর দরবারে দোয়া করা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাফর সাদীক (আ.) থেকে বর্ণিত এক হাদীসে উল্লেখ করা হয়েছে যে, রাসূলের (সা.) আহলে বাইতের (আ.) অনুসারীদের অন্যতম দায়িত্ব হচ্ছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায শেষে ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের জন্য দোয়া ও প্রার্থনা করা।

জামালুস সালেহীন গ্রন্থে ইমাম জাফর সাদীক (আ.) থেকে বর্ণিত হয়েছে,

আমাদের শিয়াদের তথা অনুসারীদের উপর অন্যতম দায়িত্ব হচ্ছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায শেষে ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়ে এ বাক্যটি তিন বার উচ্চারণ করা

«یا رَبَّ مُحَمَّدٍ عَجِّل فَرَجَ آلِ مُحَمَّدٍ، یا رَبَّ مُحَمَّدٍ إِحفَظ غَیبَةَ مُحَمَّدٍ، یا رَبَّ مُحَمَّدٍ إِنتَقِم لِابنَةِ مُحَمَّدٍ».

অর্থাৎ হে আল্লাহ! হযরত মুহাম্মাদ (সা.) ও তার বংশধরের প্রতি শান্তি ও স্বস্তি বর্ষণ কর এবং ইমাম মাহদীর আবির্ভাবকে ত্বরান্বিত কর।

হে হযরত মুহাম্মাদের প্রতিপালন; ইমাম মাহদীর আবির্ভাবকালে আমাদের ধর্মকে রক্ষা কর।

হে হযরত মুহাম্মাদের প্রতিপালন; নবী নন্দিনী (মা ফাতিমার) প্রতি অবিচারকারীদের প্রতিশোধ গ্রহণকারীর আবির্ভাবকে ত্বরান্বিত কর। শাবিস্তান

captcha