IQNA

সৌদি আরবে প্রাচীন মসজিদের সন্ধান

22:19 - July 19, 2018
1
সংবাদ: 2606251
আন্তর্জাতিক ডেস্ক: রিয়াদ ন্যাশনাল ব্যুরো অব ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করেছে: সৌদি আরবের আল-দাউদমি প্রদেশের রিয়াদে প্রথম হিজরির অন্তর্গত একটি মসজিদ, কয়েকটি স্তম্ভ এবং প্রাচীন শিল্পের সন্ধান পাওয়া গিয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ন্যাশনাল হেরিটেজ অফিসের পরিচালক এবং ড্রিলিং বিভাগের প্রধান "আজাব আল-আতিবী" রিয়াদ ন্যাশনাল ব্যুরো অব ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজে বলেছেন: আল-দাউদমী প্রদেশের একটি গ্রামে গবেষকগণ ড্রিলিং করার মাধ্যমে একটি প্রাচীন মসজিদ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন: এই মসজিদ নির্মাণের জন্য ব্যবহার স্থাপত্য শৈলী এবং উপকরণ দেখে বোঝা যাচ্ছে যে, ইসলামের শুরুতে প্রথম যে কয়েকটি মসজিদ নির্মিত হয়েছিল সেগুলোর মধ্যে এটি একটি।
আল-আতিবী আরও বলেন: এই মসজিদের আশে পাশের জায়গায় বারান্দা বিশিষ্ট বাড়ী, গুদাম এবং ধাতু গলানোর জন্য বিশেষ চুলা রয়েছে।
তিনি আরও বলেন: প্রাথমিক গবেষণা শেষে দেখা যায় যে, এই সকল শিল্প সমূহ উমাইয়ার শাসনামলের সময়ের অথবা আব্বাসীয় শাসনামলের প্রথম দিকের অন্তর্গত।

iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
ugnaphxt
0
0
20
captcha