IQNA

টেক্সাসের মসজিদে হামলাকারী ৪০ বছর কারাদণ্ড

19:14 - July 21, 2018
সংবাদ: 2606259
আন্তর্জাতিক ডেস্ক: ভিক্টোরিয়া শহরের মসজিদে আগুন দেওয়ার অভিযোগে আমেরিকার টেক্সাস স্টেটের আদালত এক ব্যক্তিকে ৪০ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে। ধর্মেরে প্রতি ঘৃণা এবং বেআইনি ভাবে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করার অভিযোগে ঘাতককে ৪০ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: মার্ক ভিনসেন্ট পেরেজ নামক এক আমেরিকান ইসলাম বিদ্বেষী নাগরিক ২০১৭ সালের ২১শে জানুয়ারিতে আমেরিকার টেক্সাস স্টেটের ভিক্টোরিয়া শহরের ইসলামিক সেন্টারে চুরি করে এবং ২৭শে জানুয়ারি আগুন লাগায়। আগুণ লাগানোর ফলে ইসলামিক সেন্টারের ব্যাপক ক্ষতি হয়। এধরণের ইসলাম বিদ্বেষীমূলক কার্যক্রমের জন্য মার্ক ভিনসেন্ট পেরেজকে ৪০ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির আদালত।
টেক্সাসের এক অ্যাটর্নি সদস্য বলেন: মার্ক ভিনসেন্টের অধিক ইসলাম বিদ্বেষীমূলক চিন্তা-ভাবনা থাকার দরুন ভিক্টোরিয়া শহরের মসজিদ ধ্বংস হয়ে গিয়েছে।
iqna

 

captcha