IQNA

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ক্ষুব্ধ মিশরীয়রা

23:58 - July 21, 2018
1
সংবাদ: 2606264
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে পবিত্র কুরআন অবমাননা করে একটি ভিডিও প্রকাশ হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়ে মিশরিয়বাসী প্রতিবাদ করেছে।

ইমাম মাহদীর (আ.) সাথে আত্মিক সম্পর্ককে জোরদার করা জরুরী
বার্তা সংস্থা ইকনা: প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় যে, এক ব্যক্তি আল-আজহারের পোশাক পরে বাজনার সাথে সূরা হামদ তিলাওয়াত করছে।
সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা ঘোষণা করেছে, এই ভিডিওটি মিশরের "বাহিরহা" প্রদেশে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠান থেকে ধারণ করা হয়েছে এবং গায়কের সাথে আল-আজহারের কোন সম্পর্ক নেই।
পবিত্র কুরআন অবমানকারীকে গ্রেফতার করার জন্য মিশরের সক্রিয় কর্মীরা সেদেশের নিরাপত্তা বাহিনীর নিকট আহ্বান জানিয়েছেন এবং বাদ্যযন্ত্রের সাথে পবিত্র কুরআন তিলাওয়াত করার মাধ্যমে মুসলমানদের অপমান করা হয়েছে বলে অভিহিত করেছেন।
আরবি নিউজ এজেন্সি 21-এর রিপোর্ট অনুযায়ী, প্রকাশিত ভিডিওর প্রতিবাদে এখনও পর্যন্ত আল-আজহার অথবা মিশরের নিরাপত্তা বিভাগ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
lxtoenyd
0
0
20
captcha