IQNA

সিরিয়ার উত্তরাঞ্চলের আন্তর্জাতিক জোটকে সৌদি আরবের ১০ কোটি ডলার সহায়তা

16:21 - August 20, 2018
সংবাদ: 2606509
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলের আন্তর্জাতিক জোটকে ১০ কোটি ডলার সহায়তা প্রদান করবে।

 

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার উত্তরাঞ্চল তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে মুক্ত করার পর উক্ত অঞ্চল পুনর্নির্মাণ করার জন্য সৌদি আরব আন্তর্জাতিক জোটকে ১০ কোটি ডলার সহায়তা প্রদান করার কথা বলেছে।

এ ব্যাপারে সৌদি আরব ঘোষণা করেছে: সিরিয়ায় দায়েশের দখলকৃত এলাকা মুক্ত করার পর উক্ত এলাকাসমূহ পুনর্নির্মাণের জন্য এটিই সর্ববৃহৎ সহায়তা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী "আদেল আল জোবায়ের" বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত এক সম্মেলনে সিরিয়ায় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সিরিয়ার উত্তরাঞ্চল পুনর্নির্মাণ করার জন্য আন্তর্জাতিক জোটকে ১০ কোটি ডলার সহায়তা প্রদানের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী "আদেল আল জোবায়ের"-এর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

iqna

 

captcha