IQNA

৮ বছর পর ১০ টন পোস্টাল পার্সেল পৌঁছল পশ্চিম তীরে

18:24 - August 20, 2018
সংবাদ: 2606512
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জনগণ ১০ টন পোস্টাল পার্সেলের অপেক্ষায় রয়েছে। এসকল পোস্টাল পার্সেল দীর্ঘ ৮ বছর যাবত ফিলিস্তিনে প্রবেশ করতে দেয়নি ইহুদিবাদী ইসরাইল।

 

বার্তা সংস্থা ইকনা: পশ্চিম তীরের এরিহা শহরের পোষ্ট অফিসের কর্মচারীরা বর্তমানে ১০ টন পোস্টাল প্যাকেজ ও চিঠি বিতরণ করতে ব্যস্ত রয়েছে। এসকল পোস্টাল প্যাকেজ ও চিঠি ২০১০ সাল থেকে জর্ডানে আটকে ছিল। এতদিন ইহুদিবাদী ইসরাইল এসকল চিঠিসমূহ পশ্চিম তীরে স্থানান্তর করার অনুমতি দেয়নি।

এসকল পোস্টাল প্যাকেজ ও চিঠি সিকিউরিটি চেকের জন্য প্রথমে ইসরাইলে প্রবেশ করবে এবং পরবর্তীতে সেখান থেকে পশ্চিম তীরে প্রবেশ করবে। এই ডাক প্যাকেজে হুইলচেয়ার ও বাচ্চাদের অনেক খেলনাও রয়েছে।

পোষ্ট বিভাগের মহাপরিচালক হুসাইন সাওয়াফতা ঘোষণা করেছেন: এসকল পোস্টাল প্যাকেজ ও চিঠি বিতরণের জন্য এরিহা শহরের কিছু দক্ষ নাগরিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে যাতে করে যথাসময়ে এগুলোর মালিকের নিকট পৌঁছে দেয়া যায়।

iqna

 

captcha