IQNA

ইসলামি প্রজাতন্ত্র ইরানে;

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তসমূহ

23:14 - September 05, 2018
সংবাদ: 2606635
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চতুর্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০১৯ সালের এপ্রিল মাসের অনুষ্ঠিত হবে। মুসলিম বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উক্ত কুরআন প্রতিযোগিতার নাম নিবন্ধন পর্ব ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত অব্যাহত থাকবে। প্রতিযোগিতার আয়োজক কমিটি আগ্রহী প্রতিযোগীদের জন্য কিছু শর্ত উল্লেখ করেছে।

 

বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানে মুসলিম বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জন্য চতুর্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০১৯ সালের এপ্রিল মাসের অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্ত উল্লেখ করা হয়েছে। শর্তসাপেক্ষে আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী প্রতিযোগীগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নাম নিবন্ধন পর্ব শুরু হয়েছে। নাম নিবন্ধন পর্ব ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চতুর্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটি একটি ঘোষণা পত্রে প্রতিযোগিতার উদ্দেশ্য, অংশগ্রহণকারীদের সাধারণ শর্তাবলী এবং প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচনী পর্বের ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। ঘোষণা পত্রটি নীচে তুলে ধরা হল:

 

ভূমিকা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুসলিম বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে বিগত তিন বছরে তিনটি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করার পর চতুর্থ বর্ষের জন্যেও শুধুমাত্র পুরুষদের নিয়ে সম্পূর্ণ কুরআন হেফজ ও তিলাওয়াত (তাহক্বীক) বিভাগে এই প্রতিযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিযোগিতার অনুষ্ঠান আগামী বছরের বসন্ত কালে অনুষ্ঠিত হবে।

 

প্রতিযোগিতার উদ্দেশ্য

১– বর্তমান সমস্যা সমাধানের জন্য মুসলিম বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে একাত্মতা ও ঐক্য দৃঢ়ীকরণ করা।

২- অন্ধ সমাজে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে বৈজ্ঞানিক-সাংস্কৃতিক মিথস্ক্রিয়া সৃষ্টি করা।

৩– দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে নৈতিক ও সংস্কৃতি শিক্ষার বিস্তার করা।

৪- দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআনিক কার্যক্রম ও কুরআনিক শিক্ষার প্রতি উৎসাহিত করা।

৫– বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় ও সাংস্কৃতিক কাজের সাথে পরিচিতি লাভ করা।

 

অংশগ্রহণকারীদের সাধারণ শর্তাবলী

আবেদনকারীদের নীচের সাধারণ শর্তসমূহ থাকা আবশ্যক

১- অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

২- প্রতিযোগিতা শুধুমাত্র পুরুষদের জন্য এবং সম্পূর্ণ কুরআন হেফজ ও তিলাওয়াত (তাহক্বীক) বিভাগে অনুষ্ঠিত হবে।

৩- অংশগ্রহণকারীগণ শুধুমাত্র একটি বিভাগে অংশগ্রহণ করতে পারবে।

৪- অংশগ্রহণকারীগণ তাদের নির্বাচিত বিভাগ পরবর্তীতে পরিবর্তন করতে পারবে না।

৫- প্রত্যেক অংশগ্রহণকারীদের সহযোগী হিসেবে একজনকে গ্রহণ করা হবে।

৬- প্রতিযোগী যে দেশের হয়ে অংশগ্রহণ করবে অবশ্যই তাকে সেই দেশের নাগরিক হতে হবে (সেই দেশের পাসপোর্ট থাকতে হবে)।

৭- পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি এবং পরবর্তীতে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিতে হবে।

৮- এই প্রতিযোগিতার বিগত বছরগুলোর পর্বে প্রথম থেকে তৃতীয় স্থানে উত্তীর্ণরা (চতুর্থ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায়) অংশগ্রহণ করতে পারবে না।

৯- প্রতিযোগী এবং তাদের একজন সহযোগীর ভিসা, প্লেনের টিকিট এবং ইরানে থাকার খরচ প্রতিযোগিতার আয়োজক কমিটির সদর দপ্তর বহন করবে।

১০- প্রতিযোগীর নিজ দেশের অভ্যন্তরীণ যাতায়াত খরচ তিনি নিজেই বহন করব।

১১- চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার জন্য ১৪ই জমাদিউল আওয়াল, ১৪৪০ তথা ২১ জানুয়ারি, ২০১৯-এর মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে হবে।

 

প্রতিযোগীদের মূল্যায়ন করার পন্থা

১- তিলাওয়াত (তাহক্বীক) বিভাগে আগ্রহী ব্যক্তিমণ্ডলীর শর্তসমূহ

ক) অংশগ্রহণকারীদের নিজের তিলাওয়াতের অডিও অথবা ভিডিও ফাইল প্রেরণ করতে হবে: সূরা যুমারের ১ থেকে ৫ আয়াত পর্যন্ত।

খ) রেকর্ডকৃত ফাইলটি অবশ্যই ইরানী কালচারাল সেন্টারে এবং সম্মানিত কালচারাল অ্যাডভাইজরের উপস্থিতি হতে হবে। যদি কোন দেশে ইরানী কালচারাল সেন্টার না থাকে তাহলে তেলাওয়াতকৃত ফাইলটি প্রতিযোগিতার সদর দপ্তরের hosseinsc@gmail.com ঠিকানায় প্রেরণ করতে হবে।

গ) সকল ফাইল একদিনে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারকমণ্ডলী কর্তৃক মূল্যায়ন করা হবে।

২- সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে আগ্রহী ব্যক্তিমণ্ডলীর শর্তসমূহ

ক) আগ্রহী প্রতিযোগীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের পর প্রাথমিক পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের সাথে যোগাযোগ করা হবে এবং ইন্টারনেটে ভিডিও কলের মাধ্যমে বিচারকমণ্ডলীদের উপস্থিতিতে প্রতিযোগীদের নিকট হতে পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, যদি কোন আবেদনকারী প্রাথমিক পর্বে অংশগ্রহণ না করে, তাহলে তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়া হবে।

 

অংশগ্রহণকারীদের জন্য বিশেষ শর্তাবলী

১- দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত জাতীয় অথবা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ হতে হবে।

২- ক্বিরাত বা তিলাওয়াত বিভাগে অংশগ্রহণ করার জন্য অবশ্যই তাজবিদ, তারতিল ও তিলাওয়াতের সুর সম্পর্কে দক্ষ হতে হবে এবং তিলাওয়াতের সকল নিয়ম কানুন পালন করতে হবে।

৩- হাফেজ বিভাগে বিচারক মণ্ডলী কর্তৃক নির্বাচিত আয়াত দ্রুত ও শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে।

৪- দ্বিতীয় ও তৃতীয় অনুচ্ছেদের জন্য দেশের যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত কুরআনিক সেন্টারের সার্টিফিকেট থাকতে হবে।

ই-মেইলের মাধ্যমে যোগাযোগ: hosseinse@gmail.com

হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ: ০০৯৮৯৩৫১১৮৫২৪২ এবং ল্যান্ডলাইন টেলিফোন মাধ্যমে যোগাযোগ: ০০৯৮২১৬৬৪৫০৯৯৫ এবং ফ্যাক্স নম্বর: ০০৯৮২১৬৬৯৫৬৮৯৩।

iqna

captcha