IQNA

সর্বোচ্চ নেতা;

মিডিয়া যুদ্ধে শত্রুর লক্ষ্য জনগণের মধ্যে উদ্বেগ, হতাশা এবং বিষণ্ণতা সৃষ্টি করা

19:54 - September 06, 2018
সংবাদ: 2606639
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইরানকে এখন একটি সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে। শত্রুরা গভীর মনোযোগ সহকারে এই যুদ্ধ পরিচালনা করছে। এর পাশাপাশি তারা প্রচার যুদ্ধ চালাচ্ছে। অনেক সময়ই প্রচার যুদ্ধের বিষয়ে উদাসীনতা দেখানো হয় বলে তিনি মন্তব্য করেন। আজ (বৃহস্পতিবার) ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মিডিয়া যুদ্ধে শত্রুর লক্ষ্য জনগণের মধ্যে উদ্বেগ, হতাশা এবং বিষণ্ণতা সৃষ্টি করা
বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা আরও বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ ও বিশিষ্ট ব্যক্তিত্বদের দায়িত্ব হচ্ছে ঐক্য ও সংহতি বজায় রাখা এবং হতাশা সৃষ্টি থেকে দূরে থাকা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে প্রচার যুদ্ধ অতীতেও ছিল, তবে এখন তা তীব্রতর হয়েছে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, জানতে পেরেছি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলো এ অঞ্চলের কারুনদের অর্থনৈতিক সহযোগিতায় ইরানের বিরুদ্ধে প্রচারণা চালাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এসব প্রতিষ্ঠান এখন ইরানের জনগণের মন ও চিন্তাকে দূষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। (কারুন হচ্ছে হজরত মূসা (আ.)'র যুগের একজন অহংকারী ধনী ব্যক্তি। পবিত্র কুরআনে তার চরম পরিণতির বর্ণনা এসেছে।)
তিনি বলেন, শত্রুরা অর্থনৈতিক যুদ্ধের পাশাপাশি প্রচার যুদ্ধও চালাচ্ছে। এ অবস্থায় সমালোচনা করলে তা গঠনমূলক হওয়া উচিত এবং সৎ উদ্দেশ্য নিয়ে তা করা উচিত।
iqna

মিডিয়া যুদ্ধে শত্রুর লক্ষ্য জনগণের মধ্যে উদ্বেগ, হতাশা এবং বিষণ্ণতা সৃষ্টি করা

ইরানের সর্বোচ্চ নেতার সাথে বিশেষজ্ঞ পরিষদের সদস্যগণ

captcha