IQNA

পাকিস্তানে কুরআনের ক্যালিগ্রাফি প্রদর্শন

23:41 - September 06, 2018
সংবাদ: 2606643
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাবের ফয়সালাবাদ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআনের আয়াতের ক্যালিগ্রাফি প্রদর্শন হয়েছে। সেদেশের জনগণ এই প্রদর্শনীকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।

বিশ্বের পঞ্চম বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে যাচ্ছে পাকিস্তান
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ বিশ্ববিদ্যালয়ের (TUF) প্রকৌশল অনুষদের গ্রন্থাগারে পবিত্র কুরআনের আয়াতের ক্যালিগ্রাফির ১২টি শিল্প প্রদর্শন করা হয়েছে।
পাকিস্তানের বিখ্যাত খোশনবিশ (ক্যলিগ্রাফার) আহমাদ পবিত্র কুরআনের আয়াতের সমন্বয়ে এসকল শিল্প প্রস্তুত করেছেন। ইসলামী সংস্কৃতির বিস্তার এবং আগামী প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করানোর লক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
কুরআনের ক্যালিগ্রাফি প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে লায়লপুরের মিউজিয়ামের পরিচালক তারিক জাওয়াদ এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ কর্মকর্তা ড. নাজিব হায়দার উপস্থিত ছিলেন। দর্শনার্থীগণ এই প্রদর্শনীকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।
iqna

 

 
captcha