IQNA

লিবিয়ায় জঙ্গী বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে ৪৭ জন নিহত

23:46 - September 07, 2018
সংবাদ: 2606651
আন্তর্জাতিক ডেস্ক: বিগত এক সপ্তাহে লিবিয়ার রাজধানীর দক্ষিণাঞ্চলে জঙ্গি বাহিনীদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

মিয়ানমারের বিচার করার এখতিয়ার আইসিসি’র নেই: উইন মিন্ট
বার্তা সংস্থা ইকনা: ত্রিপোলির উপকণ্ঠে সোমবার থেকে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে। এই সংঘর্ষের ফলে এ পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছে।
লিবিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত জঙ্গি বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত জঙ্গি বাহিনীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, জঙ্গি বাহিনীদের মধ্যে এই সংঘর্ষের ফলে এ পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে।
ত্রিপোলিতে জাতিসংঘ সমর্থিত ঐক্য সরকারের প্রধানমন্ত্রী ফয়েজ আল-সারাজ উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা এবং পর্যবেক্ষণের জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস বিরোধী সংগঠনের প্রধান মুহাম্মদ আল-জাইন"কে দায়িত্ব দিয়েছেন।
মুয়াম্মার গাদ্দাফির শাসন উৎখাতের পর এবং ২০১১ সাল থেকে লিবিয়ায় রাজনৈতিক বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে দুটি দলে পরিণত হয়। এরমধ্যে একটি দল সেদেশের তবরেক এবং অপরটি ত্রিপোলিতে নিজস্ব কর্তৃত্ব চালু করে। আর এর ফলে বেশ কয়েকটি জঙ্গি দল সৃষ্টি হয়।
iqna

 

captcha