IQNA

বেলজিয়ামে ইসলাম বিদ্বেষীদের স্বীকার ৭৬ শতাংশ হিজাবী নারী

23:55 - September 10, 2018
সংবাদ: 2606680
আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়াম একটি আইনি সংস্থা ঘোষণা করেছে: বেলজিয়ামে ২০১৭ সালে ৭৬ শতাংশ হিজাবী নারী ইসলাম বিদ্বেষীদের স্বীকার হয়েছেন।

বেলজিয়ামে ইসলাম বিদ্বেষীদের স্বীকার ৭৬ শতাংশ হিজাবী নারী

বার্তা সংস্থা ইকনা: বেলজিয়ামে "ইসলামোফোবিয়ার বিরুদ্ধে যুদ্ধ" ইসলামোফোবিয়ায় ক্ষতিগ্রস্তদের বিবৃতির দস্তখত করে প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করেছে: ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন পন্থায় মুসলমানদের উপর হামলা চালাচ্ছে। বিশেষ করে ইবাদতের স্থানসমূহে হামলা, শারীরিক সহিংসতা এবং সামাজিক নেটওয়ার্কে অবমাননাকর উক্তি প্রকাশ সহ অন্যান্য সহিংসতামূলক অপকর্মের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।
এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেলজিয়ামে ইসলাম বিদ্বেষীরা প্রতি দুই দিনে মুসলমানদের উপর একটি করে হামলা চালাচ্ছে। অধিকাংশ হামলাকারীগণ পুরুষ।
এই আইনি সংস্থা ২০১৭ সালের প্রতিবেদনে -বেলজিয়ামে ৭৬ শতাংশ হিজাবী নারী ইসলাম বিদ্বেষীদের স্বীকার হয়েছেন- উল্লেখ করেছে, বেলজিয়ামে ইসলামোফোবিয়ার প্রবণতার পরিপ্রেক্ষিতে এই পরিসংখ্যানের সংখ্যা আরও বেশী, কারণে অনেকেই ইসলামোফোবিয়ার হামলার ব্যাপারে কথা বলা থেকে নিজেকে নীরব রেখেছেন।
iqna

 

captcha