IQNA

প্রকৃত ইসলাম সম্পর্কে মানুষকে অবহিত করা প্রয়োজন

8:15 - September 14, 2018
সংবাদ: 2606716
ইরানের বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা নুরী হামাদানি বলেছেন যে, ইসলামের শত্রুরা ইসলামকে বিকৃত করে বিশ্ববাসীর নিকট তুলে ধরার চক্রান্তে লিপ্ত; তাই প্রকৃত ইসলাম সম্পর্কে মানুষকে অবহিত করা প্রত্যেকের ঈমানি দায়িত্ব।

প্রকৃত ইসলাম সম্পর্কে মানুষকে অবহিত করা প্রয়োজন

বার্তা সংস্থা ইকনা: বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা নুরী হামাদানি আজ বৃহস্পতিবার ২৮ তারিখে লেবাননের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাতকালে বলেন: ইসলাম ধর্মে মানব জীবনের প্রয়োজনীয় যাবতীয় বিষয়াদির সুষ্ঠু ও সুন্দর সমাধান দেয়া হয়েছে। যদি কেউ ইসলামের বিধানাবলী নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে মেনে চলে, তাহলে নিশ্চয়ই সে দুনিয়া ও পরকালে সফলতা লাভে সক্ষম হবে।

তিনি প্রকৃত ইসলাম সম্পর্কে সকলকে অবহিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন: বর্তমান বিশ্বে ইসলাম ও মুসলমানরা দু’ধরনের শত্রুর চক্রান্তের শিকার। একদিকে উগ্র তাকফিরি ও ওহাবিরা ইসলামের নাম ব্যবহার করে হিংস্রতা ও মানবতা বিরোধী কাজে লিপ্ত; আর আরেক দিকে ইহুদি ও কাফিররা ইসলাম সম্পর্কে ভ্রান্ত ও মনগড়া বিষয়াবলি প্রচার করছে। এমতাবস্থায় ধর্মপ্রাণ ও ঈমানদার ব্যক্তিদের দায়িত্ব বহুগুনে বেড়ে গেছে। ইসলাম শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম জীবন ও মানবতার ধর্ম। ইসলাম কখনও উগ্রতা ও সন্ত্রাসবাদের স্বীকৃতি দেয় না। এ বিষয়গুলো বিশ্বের মানুষের নিকট পৌছে দেয়া আমাদের ঈমানি দায়িত্ব।

 

captcha