IQNA

আমলের প্রতিদান

3:56 - September 15, 2018
সংবাদ: 2606726
আমিরুল মু’মিনিন আলী (আ.) রাসূলের (সা.) ঘোষিত ও মনোনীত খলিফা হিসেবে মানব জাতীর খোদায়ী পথপ্রদর্শক ও মাসুম ইমাম। আমরা এ মহান ইমামের (আ.) দিকনির্দেশনার মাধ্যমে সঠিক ও সত্য পথের দিশা পেতে পারি।

আমলের প্রতিদান



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুল মু’মিনিন আলী (আ.) এ পৃথিবীতে মানুষের বদান্যতা ও অন্যের প্রতি দয়া এবং যে কোন উপকারের প্রতিদান সম্পর্কে বলেছেন যে, এক্ষেত্রে অতি দ্রুত এবং তড়িৎ গতিতে মানুষ প্রতিফল নিজের চোখেই দেখতে পেয়ে থাকে। আমরা এখন এ সম্পর্কে ইমামের (আ.) মুখ থেকে বর্ণিত হাদীসটি এবং সেটির অনুবাদ পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরছি-

وَ قَالَ [عليه السلام] وَ الصَّدَقَةُ دَوَاءٌ مُنْجِحٌ وَ أَعْمَالُ الْعِبَادِ فِى عَاجِلِهِمْ نُصْبُ أَعْيُنِهِمْ فِى آجَالِهِمْ.

অর্থাৎ বদান্যতা হচ্ছে কার্যকর চিকিৎসা; এ পৃথিবীর জীবনের যে কোন আমলের প্রতিফল মানুষ পরকালে নিজের চোখের সামনে দেখতে পাবে। (সূত্র: নাহজুল বালাগা, হিকমত নং ৭)

এ হাদীস থেকে বুঝা যায় মানুষ এ পৃথিবীতে অসহায় ও নি:স্ব লোকদের সহায়তায় যে সব দান ও সহায়তা করবে, সেগুলোর উত্তম প্রতিদান পরকালে আল্লাহর নিকট থেকে গ্রহণ করবে। সুতরাং পৃথিবীতে মানুষের কোন উত্তম আমলই বৃথা যাবে না; বরং সেগুলোর যথাযথ প্রতিদান গ্রহণ করবে।

captcha