IQNA

ইদলিবে চূড়ান্ত সামরিক অভিযানের প্রস্তুতি

23:51 - September 21, 2018
সংবাদ: 2606770
আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর প্রিন্টকৃত "আসবিসিমা গাজিতা" পত্রিকা প্রকাশ করেছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার সেনারা।

আশুরাই ইয়েমেনিদের সাড়ে তিন বছরের সফল প্রতিরোধের রহস্য

বার্তা সংস্থা ইকনা: সংবাদপত্রটি একটি প্রতিবেদনে লিখেছে, সিরিয়ার উত্তর-পশ্চিম সশস্ত্র গোষ্ঠী এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে না।

এই পত্রিকা আরও লিখেছে, তাহরিরুশ শাম গ্রুপ চুক্তিপত্রের কোন ধারাই মানেনি। একারণে আমরা তাদের আমাদের নিকট আত্মসমর্পণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। এর মাধ্যমে তারা তাদের অস্ত্র জমা দিতে এবং এই শহর ত্যাগ করতে বাধ্য হবে।

সমস্ত প্রমাণ ইঙ্গিত করে যে, এর পূর্বে ইদলিবে বেসামরিক ক্লিয়ারেন্স এলাকা গঠনের জন্য অঙ্করা ও মস্কো চুক্তিবদ্ধ হয়েছে। বর্তমানে তাদের চুক্তি বাস্তবায়ন করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেছে।

বর্তমানে মস্কো সিরিয়া উত্তরাঞ্চলে সামরিক অপারেশন চালাতে প্রস্তুত রয়েছে এবং বর্তমানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য রাশিয়ান নৌ বহর পূর্ব ভূমধ্যসাগরে মহড়া দিচ্ছে।

iqna

 

 

captcha