IQNA

সন্ত্রাসীদের পেছনে রয়েছে মার্কিন মদদপুষ্ট মধ্যপ্রাচ্যের পুতুল সরকার: সর্বোচ্চ নেতা

19:40 - September 22, 2018
সংবাদ: 2606778
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইরানে অনিরাপত্তা সৃষ্টির লক্ষ্যে আমেরিকার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের পুতুল সরকারগুলোর ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আহওয়াজে সন্ত্রাসী হামলা হয়েছে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজে সন্ত্রাসী হামলার পর এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।

 পাকিস্তানের সঙ্গে বৈঠক বাতিল করল ভারত
বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা বলেন, যারা নারী-শিশুসহ নিরপরাধ মানুষের ওপর হামলা চালিয়েছে তারা হচ্ছে মানবাধিকার রক্ষার মিথ্যা দাবিদারদের লোক। ইরানের সামরিক বাহিনী যে জাতীয় ঐক্য ও দৃঢ়তা প্রদর্শন করছে তা তারা সহ্য করতে পারে না।

তিনি শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে ধৈর্য ধরার তওফিক দিতে আল্লাহর কাছে দোয়া করেন। সর্বোচ্চ নেতা গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশে বলেন, দ্রুততম সময়ের মধ্যে সন্ত্রাসীদের সহযোগীদের চিহ্নিত করে আদালতের কাছে সোপর্দ করতে হবে। এটা গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব।

আহওয়াজে সন্ত্রাসী হামলায় ২৫ জন শহীদ ও ৬০ জন আহত হয়েছে।

iqna

captcha