IQNA

মানবাধিকারের উচ্চ কমিশনার;

বাসরায় অস্বাস্থ্যকর পানি পান করে অসুস্থ হয়েছেন ৮০ হাজার নাগরিক

23:30 - September 24, 2018
সংবাদ: 2606796
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাসরায় মানবাধিকার কমিশনারের কার্যালয়ের পরিচালক ঘোষণা করেছেন: বাসরায় অস্বাস্থ্যকর পানি পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার নাগরিক।


বার্তা সংস্থা ইকনা: ইরাকের বাসরায় মানবাধিকার কমিশনারের কার্যালয়ের পরিচালক "মাহদী আত-তামীমী" শনিবার ঘোষণা করেছেন: বাসরায় অস্বাস্থ্যকর পানি পান করে এ পর্যন্ত ৮০ হাজার জন অসুস্থ হয়েছেন।
উল্লেখ্য, বাসরার জনগণ বেশকিছু দিন যাবত শহরের দুর্বল সেবা প্রদান, বেকারত্ব ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন।
iqna

 

captcha