IQNA

ইমাম সাদীকের (আ.) দৃষ্টিতে আল্লাহর দিকে উত্থিত হাত

23:59 - September 25, 2018
সংবাদ: 2606809
ইমাম জাফর সাদীক (আ.) থেকে একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, যখন কোন বান্দা আল্লাহর প্রতি প্রার্থনার হাত উত্থিত করে, তখন সে হাতকে খালি ফিরিয়ে দিতে তিনি লজ্জা পান।

রোহিঙ্গাদের জন্য সহায়তা দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বান্দারা যখন দয়াময় আল্লাহর দরবারে কোন প্রার্থনা করে, তখন স্বীয় হাতদ্বয় আসমানের দিকে উত্তোলিত করে। এ সম্পর্কে ৬ষ্ঠ ইমাম হযরত ইমাম জাফর সাদীক (আ.) থেকে একটি গুরুত্বপূর্ণ হাদীস বর্ণিত হয়েছে, এমন কোন বান্দা নেই যে, সে আল্লাহর প্রতি প্রার্থনার হাত উত্থিত করে, কিন্তু আল্লাহ তার প্রার্থনা কবুল করেন না। এ হাদীস অন্যভাবেও বর্ণিত হয়েছে যে, যখন কোন বান্দা আল্লাহর প্রতি প্রার্থনার হাত উত্থিত করে, তখন আল্লাহ লজ্জাবোধ করে যে, উক্ত বান্দার হাতকে খালি ফিরিয়ে দিতে। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন প্রার্থনার জন্য আসমানের দিকে হাত উত্থিত করবে, তখন প্রার্থনা শেষে স্বীয় হাতদ্বয় নিজ মুখমণ্ডলে মেখে নিবে।

আল্লাহর সাথে বান্দার নিবিড় সম্পর্কের সবচেয়ে কার্যকর ও উত্তম মাধ্যম হচ্ছে নামায। তাই কেউ যদি একাগ্রতা ও বিশেষ মনোযোগের সাথে নামায আদায় শেষ আল্লাহর দরবারে ইখলাসের সাথে দোয়া করে, তাহলে নির্ঘাত তার দোয়া কবুল হবে। অবশ্য অনেক সময় মানুষের দোয়া কবুল হওয়ার পরও সে তা বুঝতে পারে না। আল্লাহর ওলীগণ তাই সব সময় নামাযের মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনার সুপারিশ করেছেন।

captcha