IQNA

পশ্চিম তীরের পানির পাইপ ধ্বংস করেছে ইসরাইল

22:32 - October 15, 2018
সংবাদ: 2607007
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সৈন্যরা পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কালকিলিয়া জেলার কেফার কেদিকুম গ্রামের পানির মূল পাইপ ধ্বংস করেছে। এছাড়াও এই গ্রামের সকল সড়ক বন্ধ করে দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: স্থানীয় উৎস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইহুদিবাদী ইসরাইলের সেনারা বেশ কয়েকটি বুলডোজার নিয়ে কেফার কেদিকুম গ্রামে হামলা চালিয়েছে। এসময় সেনার কেদিকুম গ্রামের পানির মূল পাইপ বুলডোজার দিয়ে ধ্বংস করেছে। এছাড়াও এই গ্রামের সকল চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।
এরফলে গ্রামবাসী ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরাইলী সেনারা এসময় টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং এরফলে এক ব্যক্তি আহত হয়।
ইসরাইলের সেনারা এই গ্রামের উত্তর দিকে পথ -যা নাবলুসে শহরের সংযোগ হয়েছে- ২০০৩ সালে কাদুমিম (Kedumim) শহরে অবৈধ বসতি নির্মার করার পর বন্ধ করে দিয়েছে। এই গ্রামের অধিবাসীরা নাবলুস শহরে যাওয়ার জন্য ভিন্ন পথ নির্মাণ করতে বাধ্য হয়েছে।
iqna

 

captcha