IQNA

নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষণের জন্য ইরাকি অভ্যন্তরীণ মন্ত্রীর কারবালা সফর

21:59 - October 20, 2018
সংবাদ: 2607058
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রী "কাসেম আল-আয়রাজী" ইমাম হুসাইন (আ.)এর আরবাইন উপলক্ষে পদযাত্রায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষণের জন্য কারবালায় প্রবেশ করেছেন।

ইমাম মাহদীর(আ.) রাষ্ট্রে সংখ্যালঘুদের পরিস্থিতিবার্তা সংস্থা ইকনা: ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রী "কাসেম আল-আয়রাজী" ইমাম হুসাইন (আ.)এর আরবাইন উপলক্ষে পদযাত্রায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা ব্যবস্থা তত্ত্বাবধানের জন্য আজ (শনিবার) কারবালায় প্রবেশ করেছেন।
ইরাকের এক নিরাপত্তা উৎস বলেছে,
ইরাকি অভ্যন্তরীণ মন্ত্রী বাবিল প্রদেশেও আরবাইনের পদযাত্রাদের নিরাপত্তা নিরীক্ষণের করেছেন।
উল্লেখ্য, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে আরবাইনের জিয়ারত। এই দিনটি পালন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের জনগণ পায়ে হেটে কারবালায় প্রবেশ করেন। এসময় জিয়ারতকারীদের সেবার জন্য ইরাকের বিভিন্ন শহর তাঁবু লাগানো হয় এবং এসকল তাঁবুতে জিয়ারতকারীদের বিনামূল্য থাকার ব্যবস্থা ও খাদ্য প্রদান করা হয়।
iqna

 

captcha