IQNA

দুবাইয়ে কুরআন হেফজ করলে কমছে সাজা

23:55 - October 20, 2018
সংবাদ: 2607062
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে কারাবন্দীরা যদি কুরআন হেফজ করে, তাহলে তাদের সাজা কমানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুবাইয়ে কুরআন হেফজ করলে কমছে সাজাবার্তা সংস্থা ইকনা: "দুবাই অ্যাওয়ার্ড" আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার কমিটির তত্ত্বাবধায়নে দুবাইয়ের কারাগারে কুরআনিক কর্মসূচি বাস্তবায়ন কমিটি এই প্রকল্পটি চালু করেছে। এই কমিটির সদস্যরা দুবাইয়ের কারাবন্দীদের কুরআনের পরীক্ষা নিয়ে বুঝতে পেরেছে যে, তারা কুরআন হেফজ করতে সক্ষম।
দুবাইয়ের গভর্নরের মানবতা ও সাংস্কৃতিক বিষয়ে উপদেষ্টা এবং: "দুবাই অ্যাওয়ার্ড" আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার কমিটির প্রধান ইব্রাহীম মুহাম্মাদ বুমালহা এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেছেন, কুরআন হেফজ করলে কারাবন্দীদের শাস্তি কমানোর জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই প্রকল্পে আমি আশাবাদী। এরফলে কারাবন্দীগণ ভবিষ্যতে তাদের আলোকিত জীবনের জন্য পবিত্র কুরআনকে ব্যবহার করবে এবং কারাগারে তাদের অভিজ্ঞতাকে ভবিষ্যৎ জীবনের সংস্কার হিসেবে কাজে লাগাবে।
"দুবাই অ্যাওয়ার্ড" আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার মানব সম্পদ এবং তথ্য প্রযুক্তির পরিচালক মোহাম্মদ আলী আল হামাদি বলেন: এই পরিকল্পনার তৃতীয় কোর্সে ১২৪ জন নারী ও পুরুষ বন্দীগণ অংশগ্রহণ করছেন। এরমধ্যে ১১৫ জন কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন এবং তাদের সাজা কমানো হয়েছে।
তিনি বলেন: এই পরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে ৭ জন বন্দীর ২০ বছর, ৪ জন বন্দীর ১৫ বছর, ৮ জন বন্দীর ১০ বছর, ২০ জন বন্দীর ৫ বছর, ৩৫ জন বন্দীর ১ বছর এবং ৪১ জন বন্দীর ৬ মাস সাজা কমানো হয়েছে।
iqna

 

captcha