IQNA

পাকিস্তানে শিয়া কর্মী গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

23:40 - October 21, 2018
সংবাদ: 2607074
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের শিয়া কর্মী ফয়সাল রেজা আবেদীকে সেদেশের পুলিশ গ্রেফতার করেছে। এর প্রতিবাদের হাজার হাজার মুসল্লি তার অবিলম্বে মুক্তির জন্য বিক্ষোভ করেছে।

পাকিস্তানে শিয়া কর্মী গ্রেফতারের প্রতিাবাদে বিক্ষোভবার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের সুপ্রিম কোর্টের অবমাননা এবং ইমাম হুসাইন (আ.)এর এক জিয়ারতকারীর মৃত্যুর সমালোচনা করার জন্য পাকিস্তানের শিয়া কর্মী ফয়সাল রেজা আবেদীকে পুলিশ গ্রেফতার করেছে। এর প্রতিবাদে শিয়া মুসল্লিরা পাকিস্তান জুড়ে ১৯মে অক্টোবর বিক্ষোভ করেছে।
এই শিয়া কর্মীকে গ্রেফতারের বিষয়টি অযৌক্তিক বলে পাকিস্তানের শিয়া আলেমগণ ঘোষণা করেছেন: তিনি দেশপ্রেমিক এবং সর্বদা তাকফিরদের মোকাবেলা করেছেন। সবসময় তিনি মানবাধিকারের কথা বলেন।
ফয়সাল রেজা আবেদীকে বন্দী করা হয়েছে এবং অপরদিকে অসংখ্য সন্ত্রাসী ও চরমপন্থিরা বাহিরে মুক্তা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়ের উপর দৃষ্টিপাত করে আলেমগণ বলেন: পাকিস্তানের শিয়া এখন উদ্বেগ মধ্যে রয়েছে। কারণ এধরণের কর্মকাণ্ডের মাধ্যমে ইমরান খান তার লক্ষ্যে পৌছাতে পারবে না।
কয়েক দিন পূর্বে পাকিস্তানের জিইকাব অবাদে চেকপয়েন্টে পুলিশ কর্তৃক ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের অং
কয়েক দিন পূর্বে ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণ কারার জন্য এক কাফেলা ইরানে প্রবেশের পথে চেকপয়েন্টে পুলিশের হাতে এক নারী নিহত হয়। এ বিষয়ে দৃষ্টিপাত করে আলেমগণ বলেন: পাকিস্তানের বেলুচিস্তানের হুকুমত জিয়ারতকারীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ। প্রতি বছর হাজার হাজার জিয়ারতকারীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই বিষয়টিও অসহনীয় হয়ে দাঁড়িয়েছে।
iqna

 পাকিস্তানে শিয়া কর্মী গ্রেফতারের প্রতিাবাদে বিক্ষোভপাকিস্তানে শিয়া কর্মী গ্রেফতারের প্রতিাবাদে বিক্ষোভপাকিস্তানে শিয়া কর্মী গ্রেফতারের প্রতিাবাদে বিক্ষোভ

captcha